• ECB Chattar, Cantonment, Dhaka-1206
  • 24 Hours

Physiotherapy at Home

এই সেবাটির মাধ্যমে আপনি বাসায় থেকে Physiotherapy নিতে পারবেন। আমাদের আছে অভিজ্ঞ Physiotherapist যারা আপনার চাহিদা অনুযায়ী সেবা প্রদান করবেন।
সেবা সমূহঃ ফিজিওথেরাপি, ম্যানুয়াল এন্ড ম্যানুপুলেশন থোরাপি, ইলেকট্রোথেরাপি, অকুপেশনাল থেরাপি, আকুপাংচার থেরাপি, হিজামা থেরাপি, ফায়ার কাপিং ইত্যাদি।

যে সকল রোগের চিকিৎসা দিবে একজন Physiotherapist: কোমর ব্যাথা, ঘাড় ব্যাথা, হাটু ব্যাথা, পিঠ ব্যাথা, অপারেশনের পরবর্তী ব্যাথা, মাংস পেশীতে ব্যথা, টান লাগা, হাড় ভাঙ্গা পূর্নাবাসন প্যারালাইসিস, বেলস পালসি, স্পাইনাল কর্ড ইনজুরি, পেরিফেরাল নিউরোপ্যাথি, মোটর নিউরন ডিজিজ, স্ট্রোক, ভারসাম্য ব্যাধি, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর স্নায়ু আঘাত, মাংশপেশিতে টান লাগা, মাংশপেশিতে ব্যাথা, মাংশপেশিতে স্পাজম তৈরি হওয়া, লিগামেন্ট টান লাগা, ছিঁড়ে যাওয়া, লিগামেন্ট ইনজুরি, পেডিয়েট্রিক ফিজিওথেরাপি, সেরিব্রাল পালসি ইত্যাদি। আপনাকে সুস্থ করে তুলতে আমরা বদ্ধপরিকর।